বনানীতে সড়ক দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক গ্রেফতার

|

রাজধানীর বনানীতে ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় চালক মো. টিটন ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

এর আগে, এর আগে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় প্রায় ৭ ঘণ্টা পর বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply