সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিরিয়ান আরব সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সোমবার (১০ মার্চ) রাতে রাজধানী দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) দক্ষিণে অবস্থিত দেরার উত্তরে দুটি শহরে হামলা চালানো হয়েছে। যাতে ধ্বংস করা হয় আসাদসেনার বহু অস্ত্রাগার, কামান ও সাজোয়াযান।
সংবাদ সংস্থার তথ্যের বরাতে জানা যায়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাসদস্যদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায় তেল আবিব। বহুদিন ধরে ঘাটিগুলোর দখল নেয়ার চেষ্টা করছিলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী।
/এএম
Leave a reply