৪ দিনে ত্রিপুরার সীমান্তে ২৯ বাংলাদেশি আটক

|

আখাউড়া করেসপনডেন্ট:

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সীমান্তে গত ৪ দিনে পৃথক অভিযানে ২৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাজ্যটির অনলাইন সংবাদমাধ্যম ‘জাগরণ ত্রিপুরা’।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে ২৯ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় ৯টিরও বেশি গ্রাম সমন্বয় সভা করেছে বিএসএফ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply