অনাস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

|

অনাস্থা ভোটে উতরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রশ্নে পার্লামেন্টে ভোটাভুটি হয় বুধবার। তার পক্ষে ভোট পড়ে দু’শটি, বিপক্ষে ছিলেন ১১৭ জন এমপি।

ভোটাভুটির পর ডাউনিং স্ট্রিটে প্রতিক্রিয়া জানান থেরেসা মে। তিনি বলেন, ব্রেক্সিট পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। তবে তার বিপক্ষে যেসব এমপি’রা ভোট দিয়েছেন তাদের মতামত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাসও দেন মে। নতুন নেতৃত্বের দাবিতে কনজারভেটিভ পার্টির কমিটিতে প্রয়োজনীয় ৪৮টি চিঠি জমা হওয়ার কারণে এই চ্যালেঞ্জের মুখোমুখি হন থেরেসা মে। অনাস্থা ভোটে হেরে গেলে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করতে হতো তাকে। পাশাপাশি চ্যালেঞ্জের মুখে পড়তো প্রধানমন্ত্রীত্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply