সুনামগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে রাতের অন্ধকারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

|

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁওয়ে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বীরগাঁওয়ের সজলু হক ও সুলতান মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জেরে, সোমবার ইফতারের পর তুচ্ছ কারণে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেল ও লাঠিসোটার আঘাতে বেশ কয়েকজন আহত হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ।

সংঘর্ষে আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

/এএইচএম



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply