অর্থ পাচার ও আত্মসাত: সালমান এফ রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

|

ফাইল ছবি

১৯০ কোটি টাকা পাচার ও ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেক্সিমকোর প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের নামে লোন পাশ করে। এছাড়া ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইনডেক্স পাওয়ারের ড্রইং ও ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। যার মূল্য ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলার। পরে ড্রইং ও ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে টাকা বিদেশে পাচার করা হয়।

এদিকে, প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তার স্বামী মাসুদুর রহমান এবং সাবেক এমপি সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply