স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

|

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া।

সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, মামলাটিতে ২০০৮ সালে খালেদা জিয়াকে জামিন দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। কিন্তু দুদককে তখন পক্ষভুক্ত করা হয়নি। পরে পক্ষভুক্ত হতে দুদক আবেদন করলে তা মঞ্জুর করা হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্টের প্রায় সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় মামলা দায়ের করে দুদক।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply