তিনটি তীক্ষ্ণ বিষদাঁতবিশিষ্ট একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কের একটি বিষ সংগ্রহ কর্মসূচির সময় এই বিরল মিউটেশন বিশিষ্ট (রূপান্তরিত) ডেথ অ্যাডারটি শনাক্ত করা হয়। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি ম্যাগাজিন এ তথ্য জানায়।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ বছরে তারা হাজার হাজার সাপ সংরক্ষণ এবং লক্ষাধিকবার বিষ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করলেও তাদের সংগ্রহে তিন বিষদাঁতবিশিষ্ট কোনো সাপের তথ্য নেই।
ডেথ অ্যাডার বিশ্বের অন্যতম বিপজ্জনক সরীসৃপ হিসেবে পরিচিত। অন্য যে কোনো কোনো সাপের তুলনায় এটি সবচেয়ে দ্রুত আক্রমণ করতে পারে। সাধারণত এই প্রজাতির সাপের দুইটি বিষদাঁত থাকে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বিচরণ করা এই সাপটি সাধারণত ব্যাঙ, টিকটিকি ও পাখি শিকার করে।
ডেথ অ্যাডারের বিষদাঁত (৬-৮ মিলিমিটার দৈর্ঘ্যের) অন্যান্য বিষাক্ত সাপের তুলনায় অধিক গতিশীল। অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কের এক কর্মকর্তা বিলি কোলেট জানিয়েছেন, সাত বছর ধরে পার্কের বিষ সংগ্রহ কার্যক্রমের অংশ থাকা একটি ডেথ অ্যাডারের মুখেই একটি বিরল তৃতীয় বিষদাঁত পাওয়া গেছে। এটি বাম পাশের স্বাভাবিক বিষদাঁতের সঙ্গে ছিল।
/এআই
Leave a reply