২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ গ্রেফতার

|

যশোর করেসপনডেন্ট:

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শহরের বেজপাড়া থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। 

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের শাসনকালে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করেছেন রাকিব। যখনই যার সমর্থন পেতেন, তার হয়েই অপরাধসহ নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি। এর আগে, তাকে একাধিকবার গ্রেফতার করা হলেও পরে জামিনে বের হয়ে একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন, তাকে ঢাকাতে নেয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply