ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং’র সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে মিরপুরে পরের ম্যাচেই হেরে যায় স্বাগতিকরা। ফলে অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে তৃতীয় ওয়ানডে। সিরিজ নির্ধারণী সেই লড়াইয়ে টস জিতে আগে বোলিং নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে অঘোষিত ফাইনালে লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ইমরুল কায়েসের জায়গায় ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। আর রুবেল হোসেনের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের মাঠে সম্ভবত এটিই মাশরাফির শেষ ম্যাচ। শিরোপা জিতে তাকে উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-তামিমরা।
বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
Leave a reply