Site icon Jamuna Television

মারা গেলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফরম্যান

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান আর নেই। দু’বারের হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর। বিশ্বনন্দিত এই মার্কিন এই খেলোয়াড় জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে।

শনিবার (২২ মার্চ) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তার পরিবার জানায়, আমাদের হৃদয় আজ বিক্ষিপ্ত। গভীর শোকের সঙ্গে, আমরা আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান সিনিয়রের প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ২০২৫ সালের ২১ মার্চ, তার প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়েছেন। তিনি ছিলেন একজন নিবেদিত যাজক, এক দয়ালু স্বামী, একজন প্রিয় বাবা, এবং এক গর্বিত দাদা ও প্রপিতামহ। তার জীবন ছিল অটুট বিশ্বাস, বিনয় এবং উদ্দেশ্যে পূর্ণ।

১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসের মার্শালে জন্মগ্রহণ করেন ফোরম্যান। আমেরিকার দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত অঞ্চলে মায়ের সঙ্গে ছয়-ভাই বোন মিলে বেড়ে ওঠেন তিনি।

পেশাদার বক্সার হওয়ার আগে টানা ৩৭ ম্যাচ জিতে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এরপর মাত্র ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জিতে নিজের আবির্ভাবের জানান দেন। এরপর ১৯৭৩ সালে জ্যামাইকার কিংস্টনে আগেরবারের অপরাজিত চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি।

১৯৭৪ সালের ৩০ অক্টোবর কঙ্গোর কিনসাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে কিংবদন্তি মোহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ রিংয়ে ওঠেন জর্জ ফোরম্যান। মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যানের সেই বিখ্যাত লড়াই সবার মনে গেঁথে আছে।

উল্লেখ্য, পেশাদার বক্সিং ক্যারিয়ারে মোট ৭৬টি ম্যাচ জিতেছেন ফোরম্যান। এর ৬৮টিই নকআউটে, যা মোহাম্মদ আলীর প্রায় দ্বিগুণ।

/এমএইচআর

Exit mobile version