Site icon Jamuna Television

হিলারি ও কমলার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

হিলারি ক্লিনটন ও কমালা হ্যারিসসহ একাধিক সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনসহ তার পরিবারের অন্যান্য সদস্যেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন।

ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় স্বার্থে নিম্নলিখিত ব্যক্তিদের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশ করার আর কোনো অধিকার নেই।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিঞ্জারও তাদের নিরাপত্তা ছাড়পত্র হারানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন। এছাড়া, প্রথম ট্রাম্প প্রশাসনের রাশিয়ান-বিষয়ক উপদেষ্টা ফিওনা হিলও এই তালিকায় স্থান পেয়েছেন।

অন্য যাদের নাম রয়েছে, তারা হলেন জেক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান আইজেন, লেটিটিয়া জেমস, অ্যালভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েসম্যান ও আলেক্সান্ডার ভিন্দম্যান। এর আগে, ট্রাম্প চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে কাজ করেছেন।

/এআই

Exit mobile version