আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে এনসিপির বিক্ষোভ

|

রংপুর ব্যুরো:

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির রংপুর মহানগর ও জেলা নেতারা। রোববার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তারা।

এর আগে নগরীর টাউন হলের সামনে থেকে মহানগর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের হায়েনারা দেশকে শকুনের মতো খুবলে খেয়ে শেষ করে দিয়েছে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের তাবেদার হিসেবে প্রতিষ্ঠিত করতে দেব না। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনই চায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও মহানগর সংগঠক ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, মো. আবু সাঈদ লিয়ন, মো. আসাদুল্লাহ আল গালিব, সাদিয়া ফারজানা দিনা, মো. আলমগীর কবির প্রমুখ।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply