পথশিশুদের নিয়ে ইউনিস্যাবের ঈদ উৎসব

|

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে ইউনাইটেড নেশনস ইয়থ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

শনিবার (২২ মার্চ) রাজধানীর ওয়াশপুরস্থ আটিবাজার, গার্ডেন সিটিতে এই উৎসব উদযাপিত হয়।

এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। মেহেদি দেয়া, গল্প বলা, ছবি আঁকা, ঈদকার্ড তৈরি করাসহ শিশুরা অংশ নেয় নানা সৃজনশীল কার্যক্রমে।

এদিন শুধু শিশু নয়, স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের দিনটি আনন্দময় করে তোলে।

ইউনিস্যাবের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের সদস্য, অ্যালামনাই, স্বেচ্ছাসেবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply