রোমান্টিক নির্মাণে তার জুড়ি নেই। রোমান্সের পাশাপাশি ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল সব ধরনের কাজ করে নিজেকে বহু আগেই সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন শিহাব শাহীন।
এবার ঈদে তিন মাধ্যমেই সরব থাকছেন জনপ্রিয় এই নির্মাতা। একইসঙ্গে ইউটিউব, ওটিটি ও বড় পর্দা মাতাতে আসছেন তিনি। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার প্রায় ১০ বছর পর দ্বিতীয় সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। সেদিক থেকে এবারের ঈদটা তার জন্য একটু অন্যরকমই।
এই উৎসবে মুক্তি পাচ্ছে তার ছোট পর্দার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’ সিনেমা।
কোনো চাপ অনুভব না করলেও বিষয়টি বেশ উপভোগ করছেন শিহাব শাহীন। তার মতে, দর্শকের সঙ্গে এঙ্গেজ করতে পারলেই তিনি খুশি। তার বানানো সব কনটেন্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। গল্পে দর্শকদের এঙ্গেজ করতে পারাটাই মূল চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন।
একইসঙ্গে এতোগুলো কাজ আসায় একটি অন্যটির ওপর কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, আমার কাছে তা মনে হয় না। ইউটিউব কিংবা ওটিটিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা তো এমন না।
তিনি যোগ করেন, আমার সিনেমাটা পরিবার নিয়ে দেখার মতো বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা। আর ওটিটিতে কনটেন্ট বানিয়েছি সেটার মতো করেই, যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ। যেহেতু এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।
/এএম
Leave a reply