‘এনসিপি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা’

|

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৪ মার্চ) বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রোহিঙ্গাদের বোঝা এখনও আমাদের বহন করতে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাচ্ছি, তাদের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।

তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছি। এ দেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। ছাত্রজনতার জীবনের বিনিময়ে আমরা নতুন রাজনৈতিক দল পেয়েছি। এই দল সংস্কার, নতুন সংবিধান এবং রিপাবলিক প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কঠিন হলেও দেশের স্বার্থে এই সংস্কার সম্পন্ন করতে হবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply