ওয়ানডেতেও সিরিজ জিতলো বাংলাদেশ

|

টেস্টের পর ওয়ানডেতেও উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডেতে টাইগারদের কাছে ক্যারিবিয়দের হার ৮ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান তুলে উইন্ডিজ। জবাবে তামিম ইকবাল আর সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা। ওয়ানেডতে উইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ সিরিজ জয়।

সিরিজে ষষ্ঠবারের মতো শিমরন হেটমায়ারকে ফেরালেন মেহেদি মিরাজ। এ যেন লড়াইয়ে ভেতর আরেক লড়াই। বাংলাদেশ-উইন্ডিজে রোমাঞ্চ বাড়িয়েছে তাদের মুখোমুখি অবস্থান।

স্লো-লো উইকেটে বাংলাদেশের নায়ক বনে যাওয়া মিরাজ তখন ৩ উইকেটের মালিক। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজরাও কোমড়ভাঙা অবস্থায়।
দলীয় ১শ’র আগেই আবার রোভম্যানকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং মিরাজের, ২৯ রানে ৪ উইকেট।

মিরাজের এমন দিনে সাকিব আর মাশরাফী আর ডাক পাওয়া সাইফউদ্দিন ১টি উইকেট নেন।

তবে এদিন ক্যারিবিয়ানদের আশার সলতে জ্বলে শাই হোপের ব্যাট। সাকিবকে ছয় হাকিয়ে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ দুটি আবার ব্যাক টু ব্যাক অপরাজিত। তবে তার ১০৮ রানের অপরাজিত ইনিংসেও ২শ পেরুতে পারেনি উইন্ডিজ।

ইমরুলকে বাদ দিয়ে এবার ৩ ওপেনারের একাদশ। ৩ জনই আবার টপ থ্রি’তে। ভাল শুরু এনে দিয়ে লিটন ২৩’এ আউট হলেও আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান তামিমের সঙ্গে ৩ নম্বারে উঠে আসা সৌম্যের ক্লাসিকাল ব্যাটিং। তামিমের পথ ধরে তুলে নেন হাফসেঞ্চুরিও। পরে ৮১ বলে ৮০ রান করে আউট হয়ে যান সৌম্য সরকার। অপরদিকে ৮১ রান করে তামিম ইকবাল জয় নিয়ে মাঠ ছাঁড়েন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply