সকল খাতের শ্রমিকদের বকেয়া বেতন, পূর্ণ বোনাসের দাবি এবং শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকরা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন। এই আয় দিয়ে তাদের সংসার চলে। তবে ঈদের সময় বেতন ও বোনাস দিয়েই স্বজনদের নিয়ে উদযাপন করেন তারা। কিন্তু মালিকপক্ষ মাসের পর মাস বেতন বকেয়া রেখে শ্রমিকদের মানসিক নির্যাতন করেন। ঈদের সময় হলে তারা বেতন বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি জমান।
এ সময় বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেন উল্লেখ করে বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিকদের বেতন ও পূর্ণ বোনাস দিতে হবে।
/আরএইচ
Leave a reply