ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সেন্ট-ডিজিয়ারে একটি বিমানঘাঁটির কাছে মহড়ার সময় দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ছয়টি আলফা জেট নিয়ে মহড়ার সময় আকাশে দুটি বিমানের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির বিমান ও মহাকাশ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য নিশ্চত করে।
পোস্টে জানানো হয়, দুর্ঘটনার আগে যুদ্ধবিমান দুটিতে থাকা তিনজন ব্যক্তি, দুই পাইলট ও একজন আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমান বাহিনীর নির্ভুল অ্যারোবেটিক্স দল ‘প্যাট্রোইল ডি ফ্রান্সের’ ছয়টি আলফা জেটকে নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া চালাচ্ছিল।
🇫🇷 Nouvelle vidéo de l'accident aérien de la Patrouille de France
— Grelet J-Christophe (@JCGRELET) March 25, 2025
L'agence France-Presse a publié une vidéo du crash de l'avion Alpha Jet de la Patrouille de France.
Plus tôt dans la journée, deux avions du groupe sont entrés en collision alors qu'ils effectuaient des… pic.twitter.com/pdxDwj5HqF
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ফুটেজে দেখা গেছে, ছয়টি বিমান একসঙ্গে ঘুরছে এবং রঙিন ধোঁয়া নির্গত করছে। দুটি বিমান আকাশে ধাক্কা লাগে এবং মুহূর্তেই মাটিতে পড়ে যায়। এরপর বিশাল আগুনের গোলার বিস্ফোরন দেখা যায়।
উল্লেখ্য, ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ঘটনস্থল পরিদর্শন করেছেন। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। আহত ক্রুদের ইতোমধ্যেই চিকিৎসার জন্য নেয়া হয়েছে হাসপাতালে।
/এমএইচআর
Leave a reply