রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে কুড়িল এলাকায় গিয়ে দেখা যায়, যান চলাচল ব্যাহত হওয়ার চিত্র।
মূলত খিলক্ষেত থানার সামনের সড়কের দুই পাশে এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্যই এই যানজট। কিছুক্ষণ পরপর গাড়ি থামিয়ে মালামাল আনা-নেয়া আর খোঁড়াখুঁড়ির কারণে যানজট দেখা দেয়।
ভোর থেকেই শুরু হয় তিতাস গ্যাসের সংযোগের কাজ। দিনের বড় একটা সময় ধরে এই সংযোগ কাজ চলবে। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হতে পারে। সিডিউল অনুযায়ী কাজ দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের জন্য বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এএম
Leave a reply