দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা

|

এবারের ঈদে দীর্ঘ ছুটি হলেও অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।

ড. সালেহ উদ্দিন বলেন, সব উপদেষ্টা ও বেশিরভাগ সচিব ঢাকাতেই থাকবেন। তাই যে কোনো প্রয়োজনে অনলাইনে আলোচনা সম্ভব বলে জানান অর্থ উপদেষ্টা।

এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে। বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশসহ সব বাহিনী সতর্কতার পাশাপাশি সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply