ফাইল ছবি
জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে— প্রধান উপদেষ্টার বক্তব্যে এর যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই। এমন অবস্থায় ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে, এমন প্রশ্নও রাখেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র; কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাঁওতাবাজি করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। সে জনগনের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিল। ব্যাংক-বীমা লুট, বড়বড় প্রকল্পের আড়ালে সে ও তার পরিবার অর্থ লুট করেছে। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছে।
এ সময়, দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির এ নেতা।
এমএইচআর/এটিএম
Leave a reply