পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার

|

পদত্যাগ করলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদণে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন। সেখানে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন। চিঠিতে বলেছেন, আমি ব্যর্থ। আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি। 

চিঠিতে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট হারজি হালেভির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেয়ার অভিযোগ আনেন। গত ৫ই মার্চ ওমরি মাহিয়াহকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৭ই অক্টোবর সকালে রেইমের কাছে অবস্থিত গাজা ডিভিশনের ঘাঁটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন। ওই দিন নিরিমের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দক্ষিণাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি। যুদ্ধে তিনি নিহত হন এবং তার মৃতদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

/এআই  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply