পুঁজিবাজারে দীর্ঘ ৯ দিনের বিরতি শুরু

|

টানা ৯ দিন বন্ধ থাকছে পুঁজিবাজার। শুক্রবার (২৮ মার্চ) থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের পূর্ববর্তী-পরবর্তী স্টকমার্কেটের দীর্ঘ বিরতি।

এর মধ্যে, ঈদের ছুটি রয়েছে ৫ দিন। সেইসাথে ৪ দিন থাকছে সাপ্তাহিক ছুটি। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে লেনদেন।

অফিসিয়ালি রোববার শুরু হচ্ছে ঈদের ছুটি। শেষ হবে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার। তবে টানা পাঁচ দিন বন্ধের আগে এবং পরে দুদিন করে মোট চার দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে।

রমজানে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলছিল। পোস্ট ক্লোজিং সেশন ছিলো ১ টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

৬ এপ্রিল থেকে পুনরায় আগের নিয়মে চলবে, লেনদন। শুরু হবে সকাল ১০ টায়; চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত। অফিস সময় হবে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply