ঈদ যাত্রায় যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। মহাসড়ক সংশ্লিষ্টরা বলেছেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, যমুনা সেতুতে ছোট যানবাহন পারাপারে সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে ৬ হাজার ১৯৫টি, ছোট যানবাহন ১১ হাজার ২০৪টি, গণপরিবহন ৮ হাজার ১৬টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ৮১২টি।
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলর জন্য আলাদা করে ২টি বুথ রাখা হয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।
এদিকে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গাড়ির চাপ বাড়লেও কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি। সাধারণ মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিড়ছে। এছাড়াও যেকোনো ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে প্রায় সাড়ে সাতশত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এই মহাসড়কে।
/এসআইএন
Leave a reply