সৌদিতে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

|

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আজ রোববার (৩০ মার্চ) ঈদ উদযাপিত হবে। হারামাইনের এক্স অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখতে দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটিতে রমজান মাস ২৯ দিনের হচ্ছে।

এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার সেখানে (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটিতে শনিবার রমজানের ২৯তম দিন ছিল।

এর আগে, প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামীকাল সোমবার ঈদ উদযাপিত হবে। সেখানে রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ব্রুনাই-ও ঈদের তারিখ জানিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply