গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসের পুরোনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। কিছুদিন হয়তো পুরোনো ধাঁচের রাজনীতির প্রভাব থাকবে। কিন্তু ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে তা পেছনে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (২৯ মার্চ) ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, যারা ভেবেছিল রাষ্ট্র ক্ষমতা মানেই মানুষকে শোষণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলের মাধ্যমে সম্পদ বানানোর লাইসেন্স, তারা ক্ষমতার অপব্যবহারের পরিণামের ভয়াবহতা হাড়ে হাড়ে উপলব্ধি করছে। এই দেশে কেউ চাইলেই ফ্যাসিবাদী শাসনকে ফিরিয়ে আনতে পারবে না।
তিনি আরও বলেন, ইতিহাসে দুর্নীতিবাজ ও লুটেরাদের করুণ পরিণতির কথা লেখা থাকলেও ক্ষমতা পেলেই সবাই তা ভুলে যায়। দুই বড় দলের ক্ষমতার পালাবদলে হিংসা, হানাহানি ও প্রতিশোধপরায়ণতায় জনগণ ক্লান্ত। তাই জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এর অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে।
/আরএইচ
Leave a reply