ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে গুজরাট টাইটানস। শনিবার (২৯ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারায় দলটি।
আগে ব্যাট করতে নেমে সাই সুদর্শন, শুভমান গিল ও জস বাটলারের ব্যাটে ভর করে ১৯৬ রানের পুঁজি পায় গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬০ রান তোলে মুম্বাই।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সিরাজের বলে সাজঘরে ফেরেন মুম্বাই ওপেনার রোহিত শর্মা। এরপর উইকেটে নেমে খানিকটা ব্যাট চালাতে থাকেন তিলক ভার্মা। অপর প্রান্তে ছিলেন রায়ান রিকেলটন। দলীয় পঞ্চম ওভারে প্রোটিয়া রিকেলটনকেও বোল্ড করেন সিরাজ। এরপর সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার জুটিতে আসে ৬২ রান। এরপর ১২তম ওভারে প্রসিধ কৃষ্ণার বলে ব্যক্তিগত ৩৯ রানে সাজঘরে ফেরেন তিলক। পরের ওভারে সাই কিশোরের বলে আউট হন রবিন মিঞ্জ। এরপর ব্যক্তিগত ২৮ রানে সূর্যকুমার যাদব ও ১১ রানে হার্দিক পান্ডিয়া আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে মুম্বাই।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার সাই সুদর্শনের ৬৩ ও শুভমান গিলের ৩৮ এবং জস বাটলারের ৩৯ রানে ভর করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় গুজরাট টাইটনস।
/আরএইচ
Leave a reply