সৌদি আরবের সাথে মিল রেখে ঢাকায় ঈদ উপযাপন করেছে কয়েকশত মানুষ। মুসলিম উম্মাহ বাংলাদেশ সংগঠন এই ঈদ জামাতের আয়োজন করে।
রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে সাতটায় শুরু হয় ঈদের প্রথম জামাত। সকাল সোয়া আট এবং সোয়া নয়টার সময়ও দুটি জামাত হয়।
মুসুল্লিরা বলেন, ধর্মীয় বিধান মেনেই তারা এমন রীতি পালন করছেন। পুরো বিশ্বের একটিই চাঁদ এবং তা একদিনেই দেখা যায় এই রীতিকে বিশ্বাস করেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।
/এটিএম
Leave a reply