স্টোকসকে অধিনায়ক করতে ইংল্যান্ডকে ব্যতিক্রমী প্রস্তাব মরগানের

|

সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ব্যতিক্রমী এক প্রস্তাব দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান। শুধু বড় টুর্নামেন্টে বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা করতে চান তিনি।

স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, স্টোকসকে পূর্নকালীন অধিনায়কত্ব করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। বড় টুর্নামেন্টগুলোতে স্টোকসকে দায়িত্ব দিয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দলকে নেতৃত্ব দেবেন তার সহকারী। বাকিটা সময় শুধু টেস্ট নিয়েই ভাববেন স্টোকস। এ পরিকল্পনায় বিকল্প হিসেবে হ্যারি ব্রুককে পছন্দ সাবেক এই ইংলিশ অধিনায়কের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়েন জশ বাটলার। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে নানান জল্পনা। ইংলিশদের নেতৃত্বের ক্ষেত্রে দুইটি নাম বারবার সামনে এসেছে। একটি বেন স্টোকস, অপরটি হ্যারি ব্রুক।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply