৮৩ হিন্দু পাকিস্তানিকে নাগরিকত্ব দিল ভারত

|

পাকিস্তান থেকে পালিয়ে আসা ৮৩ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। ওইসব হিন্দুরা গত কয়েক বছরে বিভিন্ন সময় পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন।

গতকাল (শুক্রবার) ভারতের গুজরাটের আহমেদাবাদে ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব সনদ তুলে দেন স্থানীয় প্রাদেশিক পরিষদের সাংসদ বলরাম থাওয়ানি ও জেলা কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের হাতে এ নাগরিকত্বের সনদ তুলে দেয়া হয়।

তারা গত এক বছরের বেশি সময় যাবত দীর্ঘ মেয়াদি ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছিলেন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের বেশিরভাগই ভারতের মহেশ্বরী ও সিন্ধি সম্প্রদায়ের মানুষ।

এ বিষয়ে কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে সাংবাদিকদের বলেন, নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী সনদ বিতরণ করা হয়েছে।

গত দুই বছরে আহমেদাবাদে এরকম মোট ৪১৯ জন সংখ্যালঘু হিন্দু ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলে জানান তিনি।

এ সময় তিনি জানান, ২০১৬ সালে কুচ, আহমেদাবাদ ও গান্ধিনগর এই তিন জেলার কালেক্টরদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছে ভারত সরকার।

সে ক্ষমতা বলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দুদেরকে তারা নাগরিকত্ব প্রদান করতে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply