অবশেষে খেলার অনুমতি পেলো বার্সার ওমলো ও ভিক্তর

|

অস্থায়ীভাবে দুই ফুটবরার দানি ওমলো ও পাউ ভিক্তরকে এই মৌসুমের বাকি সময়ের জন্য নিবন্ধন করার সুযোগ দিয়েছে স্পেনের ক্রীড়া মন্ত্রনালয়। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর ক্লাবটি অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল।

লা লিগার অর্থিক নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়ায় মৌসুমের শুরুতেই ওমলো ও ভিক্তরকে নিবন্ধন করতে পারছিল না বার্সেলোনা। কিন্তু মূল একাদশের বেশ কিছু ফুটবলার ইনজুরিতে থাকায় এই মৌসুমের মাঝামাঝি সময় পর্যন্ত এই দুই ফুটবলারকে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছিল।

সেই মেয়াদ শেষ হওয়ায় তাদের আবারও নিবন্ধন করার আবেদন করে বার্সেলোনা। কিন্তু ফাইনান্সিয়াল টার্ম পূরণ না হওয়ায় সেই আবেদন নাকোচ করে দেয় লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

লা লিগা, কোপা দেলরে আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেসে আছে কাতালান ক্লাবটি। তাই আদালতের যায় বার্সা।

আদালতে কেস চলমান থাকায় আপাতত ওমলো ও ভিক্তরকে খেলার অনুমতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply