Site icon Jamuna Television

বাস-ট্রেন-লঞ্চে ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে শনিবার। আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সকল সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠান। ছুটির পর আবারও কাজের ফেরার পালা। দীর্ঘ ছুটির পর কর্মক্ষেত্রে যোগদান করতে সড়ক-নৌ ও রেলপথে ছিল ঢাকামুখী লাখ লাখ মানুষের ঢল।

ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে রোববার সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রোজার আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান শুরু হবে আরও কয়েকদিন পর।

এবারের ঈদে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই মানুষ নির্বিঘ্নে ফিরছেন রাজধানীতে বলে জানিয়েছেন যাত্রীরা। ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। তবে ফিরতি যাত্রায় ভাড়া বেশি নেয়ারও অভিযোগ করেছেন অনেকে।

/এআই

Exit mobile version