গাজায় রেডক্রিসেন্টের ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, ভুলবশত হামলার শিকার হয়েছিলেন তারা।
নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজন হামাসের সদস্য ছিল বলেও দাবি তেলআবিবের। গত ২৩ মার্চ রাতে রাফায় একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি ও একটি ফায়ার ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানেই প্রাণ হারান স্বেচ্ছাসেবীরা।
নেতানিয়াহু প্রশাসনের দাবি, অন্ধকারে সন্দেহজনকভাবে হেডলাইট বা ফ্লাশলাইট ছাড়া চালানোয় হামলা করা হয়েছিল ওই গাড়িবহরে।
তবে সেদিনের হামলায় নিহত এক স্বাস্থ্যকর্মীর মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। যাতে স্পষ্ট দেখা যায়, এমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো। রেডক্রিসেন্টের লোগোটিও দেখা যাচ্ছিল পরিষ্কারভাবেই।
/এটিএম
Leave a reply