দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

|

দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির প্রোভিসি সাইমা হক বিদিশার কাছে স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে। বিভিন্ন গোষ্ঠী ডাকসু নির্বাচন পেছাতে বিশ্ববিদ্যালয়কে চাপ দিচ্ছে। এ সময় আগামী জুন মাসের আগে ডাকসু নির্বাচন দেয়ার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে প্রোভিসি সাইমা হক বিদিশা বলেন, দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করতে গিয়ে কোনো ভুল করতে চায় না বিশ্ববিদ্যালয়। তাই সব কাজ গুছিয়ে করতে কিছুটা সময় লাগছে। বিভিন্ন কমিটির দেয়া মতামত ও পরামর্শগুলো বিবেচনায় নিয়ে কাজ খুব দ্রুত এগোচ্ছে। এ সময় কাজের অগ্রগতি অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply