Site icon Jamuna Television

রেকর্ড গড়ে মার্চে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

বাংলাদেশে প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। মার্চ মাসে ৩২৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা একক মাস হিসেবে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্সের পরিমাণ। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা বাড়তি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। জুলাই গণঅভ্যূত্থানের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছে।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৭ কোটি ডলার। যা গত বছরে একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। সে সময় রেমিট্যান্স আসে ১ হাজার ৭০৭ কোটি ডলারের কিছু বেশি।

/এসআইএন

Exit mobile version