বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ সাংবাদিক আহত

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন– মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

হামলার শিকার দুই সাংবাদিক জানান, বিকেলে তারা জলেশ্বরীতলা এলাকার জেলখানার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় ১০ থেকে ১২ জন কিশোরের একটি দল তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করে। কোনোকিছু বুঝে ওঠার আগেই দুই সাংবাদিককে উপর্যুপরি পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে সহকর্মীরা উদ্ধার করে তাদের প্রথমে একটি ক্লিনিকে এবং পরে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিকরা।

পুলিশ সুপার জেদান আল মুসা গণমাধ্যমকে জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম  

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply