ফিলিস্তিন-মার্কিন দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

|

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা এক ফিলিস্তিনি আমেরিকান কিশোরকে হত্যা করেছে। রোববার (৬ এপ্রিল) এ হত্যাকাণ্ড ঘটে।এতে আরও দু’জন আহত হয়। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতের নাম-পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিন প্রশাসন। ওমর মোহাম্মদ রাবেয়া নামের ঐ কিশোরের বয়স মাত্র ১৪ বছর। পশ্চিম তীরের টুরমুস আয়া এলাকার কাছাকাছি সরাসরি গুলি করা হয় তাকে। সেসময় ওমরের সাথে ছিল আরও দুই কিশোর।

রামাল্লাহ’র গভর্নর লায়লা ঘান্নাম বলেছেন, তুরমুসায়া গ্রামে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান ছেলে নিহত হয়েছে।

তুরমুসায়ার মেয়র লাফি শালাবির মতে, এ ঘটনায় ১৪ এবং ১৫ বছর বয়সী আরও দুই ফিলিস্তিনি আমেরিকান ছেলে আহত হয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, আহত ছেলেদের পেটে গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত একজনসহ ৩ কিশোরকে রামাল্লাহর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কিশোর মারা যায়।

পশ্চিম তীরে মার্কিন নাগরিকদের হত্যার ঘটনা নতুন নয়। ২০২৪ সালে মার্কিন-তুর্কি দ্বৈত নাগরিক আয়েসি নূর এজগি ইয়েগি, ২০২২ সালে ফিলিস্তিন-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার ঘটনায় সারা বিশ্বে উঠেছিল নিন্দা ও সমালোচনার ঝড়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply