২০ দিনে ইসরায়েলি বাহিনীর হাতে ৪৯০ শিশু নিহত: গাজা মিডিয়া অফিস

|

গাজা মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৪৯০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) প্রকাশিত এই বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজা মিডিয়া অফিসের বিবৃতিতে এই ঘটনাকে ‘আধুনিক যুগের সবচেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে গাজায় নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ করা হয়েছে, যেখানে শিশুরাই বিমান হামলার প্রধান লক্ষ্য।

‘গত ২০ দিনে ইসরায়েল গাজা উপত্যকার শিশুদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক গণহত্যা চালিয়েছে, যেখানে ৪৯০ শিশু বর্বর হামলায় শাহাদাতবরণ করেছে। এ সময়ে মোট শাহাদাতপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫০ জনে,’ বিবৃতিতে বলা হয়েছে।

তবে ইসরায়েলের দাবি—বেসামরিক হতাহতের ঘটনা দুর্ঘটনাবশত। ইসরায়েলি সামরিক বাহিনীর এমন বিবৃতি প্রত্যাখ্যান করে গাজা মিডিয়া অফিস বলেছে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সুনির্দিষ্টভাবে ও পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করছে।

গত সপ্তাহে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও তীব্র করার ঘোষণা দেন। একই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার জন্য তৈরি করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের নির্মম হামলায় গাজায় প্রায় ৫০ হাজার ৭শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত নভেম্বরে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও, গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply