টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছে একাধিক নাম। নতুন বোলিং কোচ হতে যাচ্ছেন শন টেইট— সব ঠিক থাকলে এটি এখন সময়ের ব্যাপার মাত্র। চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও, জিম্বাবুয়ে সিরিজের আগে তিনি আসবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একই ভূমিকায় আলোচনায় রয়েছেন সাবেক কোচ ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড ও উমর গুলের নামও।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর শেন ম্যাকডারমট দায়িত্ব ছাড়লে, শেষ দেড় বছর বাংলাদেশ দলের কোচিং স্টাফে কোনো ফিল্ডিং কোচ ছিল না। শুরুতে সহকারী কোচ নিক পোথাস সেই দায়িত্ব পালন করলেও, তার চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই পদ শূন্য।
অবশেষে সেই শূন্যস্থান পূরণের কাজ শুরু হয়েছে। দ্রুতই একজন নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেবে বিসিবি। জানা গেছে, সেই ফিল্ডিং কোচ মুম্বাই ইন্ডিয়ান্সে সাত বছর কাজ করা জেমস প্যামেন্ট। পাশাপাশি এই ইংলিশম্যান কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও।

উল্লেখ্য, সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে বিসিবি। সবশেষ ২০২১ সালে দু’দল মুখোমুখি হয়েছিল টেস্টে। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
/এমএইচআর
Leave a reply