ইসির সাথে সংলাপে বসেছে আওয়ামী লীগ

|

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে।

সকাল এগারোটার দিকে এই সংলাপ শুরু হয়। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ১১টি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন আওয়ামী লীগ নেতারা। সবার কাছে গ্রহণযোগ্য হলে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নতুন বিধি এবং স্বচ্ছ্ব ভোটার তালিকা প্রণয়নের প্রস্তাবও থাকছে প্রস্তাবনায়। এছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেয়া, সীমিত পরিসরে ইভিএম ব্যবহারের পক্ষে ক্ষমতাসীনরা। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের আন্তরিক সহায়তার কথা ইসিকে অবহিত করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply