Site icon Jamuna Television

সাভারে চাঁদা না দেয়ায় অস্ত্রেরমুখে ট্রলার ছিনতাই, ইজারাদারকে মারধর 

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

সাভারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ট্রলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মিলন ঘাটে বংশী নদীতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় সাভার মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন ভোক্তভূগী। পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রলার দুটি উদ্ধার করে পুলিশ।

ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লাহ বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী ইদ উপলক্ষ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে হামলা চালায়। সে সময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়।

এসময় আতঙ্ক সৃষ্টি করার জন্য তিন রাউন্ড গুলি করে বলেও জানান তিনি। অন্তর সাভার পৌর ছাত্রদল নেতা মোশারফ হিমেল খানের অনুসারী বলে জানা গেছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। রাত একটার দিকে ছিনিয়ে নেয়া ট্রলার দুটি উদ্ধার করা হয়। এসময় অস্ত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version