চিকিৎসার জন্য প্রায় ৩ মাস ইংল্যান্ডে অবস্থানের পর আজ বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে শাহজালাল বিমানবন্দরে নেতাকর্মীদের বিশাল জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি। গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান বিএনপি চেয়ারপারসন। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়। লন্ডনে অবস্থানের সময়, চারটি আলাদা আলাদা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে শাহজালাল বিমানবন্দরে নেতাকর্মীদের বিশাল জমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি। গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান বিএনপি চেয়ারপারসন। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়। লন্ডনে অবস্থানের সময়, চারটি আলাদা মামলায় আলাদা আলাদা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে গ্রেফতারের কোনো ইচ্ছা নেই সরকারের। তবে, দেশে ফেরার পর তাকে সংবর্ধনার নামে বিশৃঙ্খলা করা হলে ব্যবস্থা নেয়া হবে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply