হাজারীবাগে ট্যানারি বন্ধের পর, এবারই প্রথম বড় পরিসরে পশুর চামড়া আসবে সাভার চামড়া শিল্প নগরীতে। ঈদের দু’একদিনের মধ্যেই এর পরিমাণ দাঁড়াবে কয়েক লাখ বর্গফুট। যদিও দেড়শ’ ট্যানারির মধ্যে, সাভারে চালু হয়েছে ৮০ টি। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আসন্ন কোরবানি ঈদে, পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। সাভার চামড়া শিল্প নগরীতে সব ট্যানারি এখনও পুরোদমে চালু হয়নি। এদিকে, জমির দলিল বুঝে না পাওয়ায়, ব্যাংক ঋণ নিতে পারছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে লবণের দাম বৃদ্ধিতে কপালে ভাজ পড়েছে ট্যানারি মালিকদের। এমন পরিস্থিতিতে চামড়া পাচার ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ ট্যানারি মালিকদের।
Leave a reply