Site icon Jamuna Television

ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ মোদির

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি ও উদ্ভাবন— এ দুই ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে মাস্কের সাথে কথোপকথনের বিস্তারিত জানান মোদি।

তিনি জানিয়েছেন, ইলন মাস্কের সাথে টেলিফোন আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে ‘প্রযুক্তি ও উদ্ভাবন’ খাতে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ভারত এই খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

মোদি ও মাস্কের এই আলোচনা এমন এক সময়ে হলো, যখন ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্কের ধাক্কা কাটাতে যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করতে কাজ করছে।

এছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের মাত্র কয়েকদিন আগেই মাস্কের সাথে এই কথোপকথন হলো মোদির।

মূলত, মার্কিন প্রশাসনের নতুন শুল্কনীতি এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে মাস্কের সঙ্গে এই আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

এদিকে, গত মার্চে ইলন মাস্কের স্টারলিংক ভারতের দুইটি বৃহত্তম টেলিকম কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে আসা এবং ভারতে সেবা প্রদান শুরু করতে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্টারলিংক।

/এআই/এমএন

Exit mobile version