Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব কাতার ও মিসরের

গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল)  সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা।

নতুন প্রস্তাবে সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি এবং ৫ থেকে ৭ বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রসঙ্গও রয়েছে।

কায়রোয় আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারউইশ এবং আলোচক দলের প্রধান খলিল আল হায়া। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেলআবিব।

সম্প্রতি ইসরায়েলের দেয়া আরেকটি প্রস্তাব প্রত্যাখান করে হামাস। সেখানে ছয় সপ্তাহ যুদ্ধবিরতির বিনিময়ে ফিলিস্তিনি সংগঠনটির নিরস্ত্রীকরনের দাবি জানানো হয়। গত মাসেই ইসরায়েলের আগ্রাসনে ভেস্তে যায় যুদ্ধবিরতি চুক্তি।

/এএস

Exit mobile version