এবার বিভিন্ন স্তরে ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা দিয়েছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ফাইবার অপটিক নেটওয়ার্ক কোম্পানিটি।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানান, নতুন তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমছে। ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাদের আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে।
ফয়েজ আহমদ তার পোস্টে আরও লেখেন, আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সংগঠন ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে।
সামিট কমিউনিকেশনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আইএসপি প্রতিষ্ঠানগুলোর ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা করতে সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা কমিটি নিচের প্রস্তাবনাগুলো ঘোষণা করতে পেরে আনন্দিত। প্রস্তাবনাগুলো হলো– ইন্টারনেট দামে ১০ শতাংশ ছাড় এবং এনটিটিএন পর্যায়ে ১৫-২০ শতাংশ দাম কমানো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারনেটের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি উদ্যোগে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
/এএম
Leave a reply