Site icon Jamuna Television

কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তারা (ভারত ও পাকিস্তান) নিজেরাই এটির সমাধান করে নেবে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ ও পাকিস্তানেরও খুব কাছের, কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। ওটা (পেহেলগামে সন্ত্রাসী হামলা) ছিল একটা খারাপ ঘটনা।

এ সময় দিল্লি-ইসলামাবাদ সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেবে কি না, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।

কাশ্মির নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতশাসিত কাশ্মিরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি।

/এমএইচআর

Exit mobile version