Site icon Jamuna Television

সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

পোপের শেষকৃত্য অনুষ্ঠানে সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই প্রথম সাক্ষাৎ করলেন ট্রাম্প-জেলেনস্কি। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শুরুর কয়েক মিনিট আগে দু’জনের গভীর আলোচনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এই বৈঠকের ঠিক একদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বলেন, রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি আছে। এদিকে, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

ছবিতে দেখা যায়, ট্রাম্প একটি নীল রঙ্গের স্যুটে আছেন। কালো টপ ও ট্রাউজারে আছেন জেলেনস্কি। দু’জন একে অপরের মুখোমুখি বসে আছেন এবং মনে হচ্ছে গুরুতর কিছু নিয়ে আলোচনা করছেন।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, তাদের একটি ভালো বৈঠক  হয়েছে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও এক্সে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ঐতিহাসিক ওই আলোচনার গুরুত্ব বর্ণনা করার জন্য কোনো শব্দই প্রয়োজন নেই। দু’জন নেতা শান্তি প্রতিষ্ঠার জন্য সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে কাজ করছেন। 

/এআই

Exit mobile version