নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

|

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচন করতে পারবেন। সীতাকুণ্ড, মহানগর আংশিক নিয়ে গড়া চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র ইসি বাতিল করলে, হাইকোর্টে যান তিনি। হাইকোর্ট তার মনোনয়নপত্র বহালের নির্দেশ দেন। সেই সিদ্ধান্তই বহাল রেখেছেন আপিল বিভাগ।

ঋণ খেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তারা।রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহ ও ব্যাংক ঋণ খেলাপিসহ অসংখ্য মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি আছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

২০১৭ সালের জুলাই মাসে এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply